OrdinaryITPostAd

কিভাবে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করব | Pay prepaid electricity bill by bkash

বাংলাদেশের জেলা উপজেলা শহর গুলোর বাসাবাড়িতে প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুতের এসব প্রিপেইড মিটার গুলোর সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। আপনার মিটারে টাকা শেষ হয়ে গেলে মিটারকে রিচার্জ করতে হয়, আজকে জেনে নিন কিভাবে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করা যায়।

কিভাবে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করব

কিভাবে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করব | Pay prepaid electricity bill by bkash

আজকে আমাদের এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন কিভাবে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করা যায়। এখন থেকে বিদ্যুতের বিল দেওয়ার জন্য রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। একজন গ্রাহক খুব সহজেই বিকাশের পে বিল(pay_Bil) ওপশন হতে ডেসকো, নেস্কো এবং পল্লী বিদ্যুতের সকল ধরনের বিল বিকাশের মাধ্যমে দিতে পারবে।

আজকের আর্টিকেলে যা যা থাকছেঃ

১। প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম।

২। পোস্ট পেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।

৩। বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার পদ্ধতি।

৪। প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম। 

৫। ডিপিডিসি প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম আগে।

৬। বাটন ফোনে বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম।

বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ইলেকট্রিক বিল বাড়িতে বসে খুব আরামে বিকাশের মাধ্যমে দিতে পারবেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে না থেকে বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দিয়ে সাথে সাথেই ইন্সট্যান্টলি ডিজিটাল রেসিপ গ্রহণ করতে পারবেন।

বিকাশ অ্যাপ(Bkash App) থেকে অথবা *২৪৭# ডায়াল করে বিল পরিশোধ করলে বিলওয়াইজ চার্জ প্রযোজ্য হবে। 

কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেনঃ

১. বিকাশ অ্যাপের স্ক্রিন থেকে পে বিল(Pay Bill) সিলেক্ট করুন।

২. বিদ্যুৎ(Electricity) ট্যাপ করুন এবং বিলার নির্বাচন করুন।

3. অ্যাকাউন্ট নম্বর(A/C No) এবং প্রয়োজনীয় তথ্য লিখুন।

৪. আপনার বিকাশ একাউন্টের পিন(Bkash Account Pin) দিয়ে রিচার্জের পরিমাণ লিখুন এবং লেনদেন সম্পূর্ণ করুন।

৫. বিকাশ অ্যাপে আপনার ডিজিটাল রিসিপ্ট(Digital Receipt) চেক করুন

৬. প্রিপেইড মিটারের(Pre-paid Meter) বিদ্যুৎ বিল পরিশোধের পর টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন।

(বিঃদ্রঃ নেটওয়ার্ক কারণ জনিত এসএমএস এর মাধ্যমে টোকেন নম্বর(Token No) না পান। তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, মেসজে আপনার মিটার নম্বর লিখে 04445616247 পাঠিয়ে দিন। আপনি শীঘ্রই ফিরতি এসএমএসের(SMS) মাধ্যমে আপনার টোকেন নম্বর পাবেন)

আরো পড়ুনঃ

১। খাস জমি কি ও খাস জমি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

২। জমির নামজারি কি এবং কেন করবেন বিস্তারিত জেনে নিন।

৩। কিভাবে অন্যের ফোনের টেক্সট মেসেজ নিজের ফোনে আনবেন।

How to collect Bill Token No | Pay prepaid electricity bill by bkash

৭। আপনি যখন আপনার বিদ্যুতের মিটারে(Electricity Meter) এই টোকেন নম্বরটি প্রবেশ করাবেন, তখন আপনার বিদ্যুৎ বিল পরিশোধ(Electric Bill Pay) মিটারে সম্পূর্ণ / আপডেট হবে।

কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে পোস্টপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করবেনঃ

১. বিকাশ অ্যাপ প্রবেশ করুন এবং পে বিল(Pay Bill) সিলেক্ট করুন।

2. বিদ্যুৎ "Electricity" ট্যাপ করুন এবং বিলার(Biller) নির্বাচন করুন।

3. বিলের সময়কাল(Bill Period) এবং বিল অ্যাকাউন্ট নম্বর(Bill Account Number) লিখুন

৪. আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে বিলের পরিমাণ(Bill Amount) চেক করুন এবং লেনদেন সম্পূর্ণ করুন। 

প্রিপেইড মিটার ব্যবহারের নিয়ম | How to use Electricity Pre-paid Meter

বাংলাদেশে প্রিপেইড মিটার নতুন এসেছে, এজন্য এই মিটারটি কিভাবে ব্যবহার করবেন তা জানেন না। প্রিপেইড মিটার(Pre-paid Meter) ব্যবহার করা অনেক সহজ। এটাতে মোবাইলের মত বাটন আছে যার সাহায্যে বিদ্যুৎ কত ইউনিট খরচ হল এবং মিটার রিচার্জ করতে ডায়াল করার কাজে ব্যবহৃত হয়।

যাদের বাসা বাড়িতে প্রিপেইড মিটার লাগানোর হয়েছে, তাদের প্রিপেইড মিটার ব্যবহার করার একটি বই দেওয়া হয়েছে। পুরো মিটারটি বুঝতে সকল ধরণের ম্যানুয়েল দেওয়া হয়েছে, কোন কোড ডায়াল করলে কি ফলাফল প্রদান করবে তা জানা যাবে।

বিকাশ থেকে ডিপিডিসি(DPDS) প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়মঃ

আপনাদের বাসায় ডিপিডিসি(DPDS) প্রিপেইড মিটার ব্যবহার করলে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম। বিকাশ থেকে ডিপিডিসি প্রিপেইড মিটার(Pre-paid Meter) রিচার্জ করতে পারবেন।

বিকাশে অ্যাপে DPDS Electricity pay bill অপশনটি চালু হয়েছে। এছাড়াও আপনার ফোনের বিকাশ অ্যাপ অথবা কোড ডায়াল করে কয়েকটি ধাপ সম্পন্ন করতে পারলেই ডিপিডিসি প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেন।bbbnnn

১। প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপ ওপেন করুন।

২। এরপর পেবিল(Pay Bill) সিলেক্ট করুন।

৩। এখন ডিপিডিসি(DPDS) অপশনটি নির্বাচন করুন।

৪। তারপর ডিপিডিসি(DPDS) মিটারের যেসব তথ্য লাগবে,  সেগুলো সঠিকভাবে পূরণ করুন।

৫। মিটারটি প্রিপেইড নাকি পোস্টপেইড তা সিলেক্ট করুন।

৬। মিটারের সকল তথ্য দিয়ে প্রিপেইড পদ্ধতি সম্পূর্ণ করুন।

৭। টাকার পরিমাণ(Amount of money) দিন এরপর সঠিক পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখুন।

৮। অল্প কয়েক মিনিটের মধ্যেই আপনার মিটার রিচার্জ হয়ে যাবে।

বিকাশ এর কোড *২৪৭# ডায়াল করে প্রিপেইড মিটার(Pre-paid Meter) রিচার্জ করার নিয়মঃ

আমাদের সবার স্মার্টফোন থাকবে এমন নয়, অনেকেরই বাটন মোবাইল রয়েছে। আপনি এখুনি আপনার বাটন ফোন হতে *247# কোডটি ডায়াল করে প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন।

নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

১। বাটন মোবাইলে *২৪৭# কোড ডায়াল করুন।

২। 1 নং হতে 10 নং পর্যন্ত অপশন পাবেন।

৩। আপনাকে 6 নং পে বিল(Pay Bill) সিলেক্ট করুন।

৪। এখান হতে 1 নং অপশন মানে Electricity pre-paid অপশনটি সিলেক্ট করুন।

৫। এরপর আরো কয়েকটি অপশন আসবে, সেখান হতে 3 নং অপশন এরমানে DPDS অপশন সিলেক্ট করুন।

৬। এখন ২নং অপশন Make payment সিলেক্ট করুন।

৭। এবার ইনপুট মিটার নাম্বার দিয়ে যাবতীয় সব তথ্য দিন

৮। কত টাকা রিচার্জ করবেন, তার এমাউন্ট দিন। ৯। সব তথ্য ঠিক থাকলে বিকাশ পিন(Bkash Pin) দিয়ে আপনার রিচার্জ সম্পন্ন করুন।

দশ আনা ব্লগ(10 ana blog) এর এই আর্টিকেল  সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। আমাদের এই আর্টিকেলটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪